দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চাঁদপুরের আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জামিন আবেদনের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি মোস্তাফা জামান ইসলাম এবং বিচারপতি মো: সেলিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।সেলিম খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খোরশেদ আলম।দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ফৌজিয়া আক্তার পপি।দুদকের এই কৌঁসুলি জানান,সেলিম খানকে আগামি ৩ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।৩৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চাঁদপুর সদরের ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়ন চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে গত ১ আগস্ট এ মামলা করে দুদক।
মন্তব্য করুন