শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রকাশিত হয়েছে অণিমা রায়ের নতুন অ্যালবাম মাতৃভুমি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রকাশিত হয়েছে বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী অণিমা রায়ের সপ্তম একক অ্যালবাম ‘মাতৃভ‚মি’। গতকাল সকালে চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচিত হয়। চ্যানেলটির চেতনা চত্বরে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, কবি মহলনাবশি, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মুহম্মদ ও লিলি ইসলাম। অণিমা রায়ের নতুন এই অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। অ্যালবামে স্থান পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে, আজি বাংলাদেশের হৃদয় হতে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এবার তোর মরা গাঙে, শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, ও আমার দেশের মাটি, ব্যর্থ প্রাণের আবর্জনা, ছি ছি চোখের জলে, আমরা সবাই রাজা, আমরা মিলেছি আজ, যে তোমায় ছাড়ে ছাড়–ক, স্বার্থক জনম আমার, বাংলার মাটি বাংলার জল। তিন বছর ধরে অণিমা রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। নতুন অ্যালবাম প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘দেশের প্রতি এক ধরনের দায়বদ্ধতা থেকে অ্যালবামটি প্রকাশ করেছি। আমাদের এ সময়ের তরুণদের ভেতরে দেশপ্রেমের বোধটা প্রতিনিয়ত চর্চা করা খুব জরুরি। একজন সঙ্গীত শিল্পী ও শিক্ষক হিসেবে এটা আমার দেশের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সেই লক্ষ্যেই রবীন্দ্রনাথের ১২টি স্বদেশ পর্যায়ের গান নিয়ে সাজিয়েছি আমার মাতৃভ‚মি।’ উল্লেখ্য অণিমা রায়ের অন্য ছয়টি অ্যালবাম হচ্ছে ‘কোথা যাও’, ‘আমি চিত্রাঙ্গদা’, ‘ইচ্ছামতি’, ‘রবির আলো’, ‘তোমারও বিরহে’, ‘প্রাণের মানুষ’। ‘রবির আলো’ ছাড়া বাকি সবগুলো অ্যালবামই বাজারে এসেছে লেজার ভিশনের ব্যানারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন