রাজশাহী ব্যুরো : রাজশাহিতে গত একমাসে ৫৬ নারী ও শিমু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে নারী নির্যাতনের ঘটনা ২৮টি। শিশু নির্যাতনের ঘটনাও সমান সংখ্যক। বেসরকারী সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত সংবাদ ও এসিডির নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে। এসিডি জানায়, রাজশাহী জেলায় নভেম্বর মাসে ২৮টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে মহানগরীর চারটি থানায় ৮জন নারী নির্যাতনের শিকার হয়েছে। নগরীর বাইরের নয়টি থানায় সংঘটিত হয়েছে ২০টি নির্যাতনের ঘটনা। এরমধ্যে পবায় ৭টি, বাগমারায় ছয়টি, বাঘায় তিনটি এবং মোহনপুর , পুঠিয়া, চারঘাট ও দুর্গাপুরে একটি করে মোট চারটি নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে রহস্যজনক মৃত্যু একটি, ধর্ষণ দুটি, আত্মহত্যা তিনটি, আত্মহত্যার চেষ্টা একটি, যৌন হয়রানী একটি এবং অন্যান্য ১৭টি ঘটনা ঘটেছে।
এদিকে নভেম্বরে জেলায় শিশু নির্যাতনের ঘটনা ঘটে ২৮টি। এরমধ্যে মহানগরীতে সংগঠিত হয়েছে পাঁচটি এবং মহানগরীর বাইরের নয়টি থানায় সংঘটিত হয়েছে ২৩টি। এদের মধ্যে গোদাগাড়ীতে ছয়টি পবায় পাঁচটি, বাগমারা, বাঘা ও দুর্গাপুরে তিনটি করে মোট ৯টি পুঠিয়ায় দুটি এবং মোহনপুরে একটি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে হত্যা একটি, হত্যার চেষ্টা একটি, ধর্ষণ তিনটি, ধর্ষণের চেষ্টা দুটি, অপহরণ দুটি, আত্মহত্যা তিনটি, আত্মহত্যার চেষ্টা একটি, যৌন হয়রানী ছয়টি ও অন্যান্য নয়টি ঘটনা ঘটেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন