৯০ সেকেন্ডে ১৭টি চড়! সামান্য কারণেই এক অটো চালককে এভাবেই মারেন এক নারী। ঘটনা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নয়ডার। জানা গেছে, ওই নারীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে অটোরিকশাটির। আর এই সামান্য বিষয় নিয়েই তিনি তেড়েমেড়ে বেড়িয়ে আসেন গাড়ি থেকে। এরপর চড়াও হন অটো চালকের উপরে। একের পর এক চড় মারতে থাকেন তাকে। তিনি এমনকি কথা বলারও সুযোগ পাচ্ছিলেন না। শুধু মারধরই করেননি ওই নারী, তিনি ওই অটো চালকের পকেট থেকে সব টাকাও ছিনিয়ে নিয়েছেন। তবে গরীব অটো চালকের উপর এমন আচরণ নিয়ে এরইমধ্যে ফুঁসে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। টুইটার ও ফেসবুকে ওই নারীর এমন নির্মম আচরণের নিন্দা জানাচ্ছেন ব্যবহারকারীরা। সর্বশেষ ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নয়ডার একটি বাজারের কাছ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন ওই নারী। সেই সময় অটোর সঙ্গে ধাক্কা লাগে ওই গাড়ির। এরপরই গাড়ি থেকে নেমে আসেন ওই নারী। একেবারে রণংদেহি মূর্তি। একের পর এক থাপ্পড়। কলার ধরে ওই মহিলা ঝাঁপিয়ে পড়েন ওই গরীব চালকের উপর। ওই ব্যক্তি ক্ষমা চাওয়ারও চেষ্টা করেন। কিন্তু কে শুনছে সেসব কথা। একের পর এক থাপ্পড়। পুলিশ জানিয়েছে, একেবারেই সামান্য ধাক্কা লেগেছিল। কোনও গাড়িরই তেমন ক্ষতি হয়নি। কিন্তু তারপরেও অযৌক্তিকভাবে ওই চালকের উপর চড়াও হন ওই নারী। হিন্দুস্তান টাইমস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন