বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরায় ১৮টি স্বর্ণের বারসহ চোরাকারবারী গ্রেফতার

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৮ পিএম

সাতক্ষীরায় ১৮টি স্বর্ণের বারসহ মোঃ মিঠু সরদার (২৩) নামের এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন বাকাল ব্রীজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিঠু সরদার সাতক্ষীরা শহরতলীর থানাঘাটা এলাকার মোঃ শওকত আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহজালাল ও এএসআই জিয়া একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে। এসময় তার মোটরসাইকেল তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলো অতি কৌশলে মোটরসাইকেলের চেসিসের ভেতর টেপ দিয়ে প্যাঁচানো ছিলো।

গ্রেফতার মিঠু ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

ওসি আরও জানান, স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন