বিনোদন ডেস্ক : নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য এবং নাদের চৌধুরীর পরিচালনাধীন ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন। কবির বকুলের কথায় গানটির সুর এবং সঙ্গীতপরিচালনা করেছেন ইমন সাহা। ইমন সাহা বলেন, সাবিনা ইয়াসমিনের মত একজন কিংবদন্তীর সঙ্গে কাজ করা বরাবরই সৌভাগ্যের ব্যাপার। নতুন এই গানটিও তার ব্যতিক্রম নয়। আশা করছি গানটি মুক্তির পর শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন