বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উলিপুরে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ৫:১১ পিএম

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান বাবু (৪২) কে আটক করা হয়েছে। সোমবার (২২ আগষ্ট) সকালে নিজ বাড়ি থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোকছেদ আলী সরকারের নেতৃত্বে একটি দল সোমবার সকালে পৌর শহরের জোনাইডাঙা এলাকার আসাদুজ্জামান বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ২০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে মোকছেদ আলী সরকার বাদী হয়ে উলিপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। বিকালে তাকে আদালতে সোর্পদ করা হয়। আটক বাবু ওই এলাকার সাহের আলীর ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালেও আসাদুজ্জামান বাবু ও তার স্ত্রীকে ৭৩ পিচ ইয়াবাসহ আটক করে মামলা দায়ের করা হয়েছিল।
উপজেলা যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন জানান, আসাদুজ্জামান বাবু উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। তবে তিনি বলেন, মাদকের সাথে কেউ জড়িত থাকলে তার দায়িত্ব কখনই সংগঠন নিবে না। যারা মাদকসহ অসামাজিক কাজে লিপ্ত তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোকছেদ আলী সরকার ইয়াবাসহ আসাদুজ্জামান বাবু নামে একজনকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন