শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মহেশপুরে বিজিবি’র হাতে জাল টাকা সহ দুই ভূয়া সাংবাদিক আটক

মহেশপুর(ঝিনাইদহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ৪:৪৭ পিএম

২৩আগষ্ট দুপুরে শ্রীনাথপুর সীমান্ত ফাড়ীর বিজিবি’র সদস্যরা সাড়ে বাইশ হাজার জাল টাকা সহ দুই ভূয়া সাংবাদিককে আটক করেছে।

বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে ৫৮মহেশপুর ব্যাটালিয়নের শ্রীনাথপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সরিষাঘাটা বটতলা হতে ঝিনাইদহ জেলার সদর থানার টিকারী গ্রামের মৃত আবুবকর খানের পুত্র সাইদ খান(২৮) ও মাগুরা জেলার সদর থানার কালুপাড়ার ইকরাম মোল্লার পুত্র মেহেদী হাসান(২১ কে ২২হাজার ৫০০টাকার জাল নোট সহ আটক করে। প্রথমে ব্যাক্তিদ্বয় নিজেদেরকে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক পরিচয় দিলেও পরে তারা ভূয়া সাংবাদিক বলে স্বীকার করেছেন।
আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন