শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

পাইকারিতে ঊর্ধ্বমুখী ভোজ্যতেলের দাম

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : রাজধানীর পাইকারি বাজারে ঊর্ধ্বমুখী আছে ভোজ্যতেলের দাম। পাঁচদিনের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে সয়াবিন ও সুপার পাম তেলের দাম বেড়েছে মণে ১০০-১৩০ টাকা। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ব্যবসায়ীরা দেশে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক হারে বাড়াচ্ছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের। রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজারের পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ীরা জানিয়েছেন, পাঁচদিন আগে তাদের বাজারে সয়াবিন তেল বিক্রি হয় প্রতি মণ ৩ হাজার ১০০ টাকায়, যা এখন ৩ হাজার ২৩০ টাকায় লেনদেন হচ্ছে। অর্থাৎ এ সময়ের ব্যবধানে সয়াবিন তেলের দাম বেড়েছে মণে ১৩০ টাকা। এদিকে পাঁচদিন আগে সুপার পাম অয়েল বিক্রি হয় প্রতি মণ ২ হাজার ৬৬০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২ হাজার ৭৬০ টাকায়। এ হিসাবে প্রতি কেজির দাম পড়ে ৭১ টাকা ২৮ পয়সা থেকে ৭৩ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ এ সময়ের ব্যবধানে পাম অয়েলের দাম বেড়েছে মণে ১০০ টাকা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শীতকালে পাম তেল জমে যায়। ফলে চাপের মুখে থাকে সয়াবিন তেলের বাজার। আর এ সুযোগে ব্যবসায়ীরাও পণ্যটির দাম বাড়িয়ে থাকেন। দেশের জনগোষ্ঠীর বিরাট একটা অংশ খোলা তেল ব্যবহার করেন। আর একশ্রেণীর অসাধু ব্যবসায়ী মোটা অংকের মুনাফা করতে সুপার পাম অয়েলকে সয়াবিন ও পাম অয়েলকে সুপার পাম অয়েল বলে বিক্রি করে থাকেন।
তবে পাম অয়েল জমে যাওয়ায় শীতকালে ব্যবসায়ীদের কারসাজি ধরা পড়ে যায়। রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, সম্প্রতি রাজধানীর বাজারগুলোয় খুচরা পর্যায়ে সয়াবিন তেল বিক্রি হয়েছে প্রতি লিটার ৮৪-৮৬ টাকায়, যা এক বছর আগে ছিল ৭৫-৭৯ টাকা। আর এদিন সুপার পাম অয়েল বিক্রি হয়েছে প্রতি কেজি ৭২-৭৪ টাকায়। এক বছর আগে যা ৬২-৬৫ টাকায় লেনদেন হয়েছিল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন