বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাঙ্গন

ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, পাশের হার ৮৯ শতাংশ

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১:৩২ পিএম

সতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ৮৮৮ জন অংশগ্রহণকারী ভর্তিচ্ছুর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী। পাশের হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ। রবিবার (২৮ আগস্ট) ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. এরশাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফলাফল ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা দেওয়া হয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্য পরিবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত শনিবার ‘ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ২৬ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৮৮৮ জন জন ভর্তিচ্ছু অংশ নেন। যা মোট শিক্ষার্থীর ৯৩ দশমিক ১৯ শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন