রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইংরেজি নববর্ষ সংখ্যা

ভারতে এক বছরে ৭.২ শতাংশ আত্মহত্যা বেড়েছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১০:২১ এএম

ভারতে গত এক বছরে (২০২১) এক লাখ ৬৪ হাজার ৩৩ জন আত্মহত্যা করেছেন। সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে দেশটির মহারাষ্ট্রে। এরপরই রয়েছে তামিলনাড়ু ও মধ্যপ্রদেশে। এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মূলত কর্মক্ষেত্রে সমস্যা, নিঃসঙ্গতা, অত্যাচার, পারিবারিক সমস্যা, মারপিট, মদ্যপান, আর্থিক ক্ষতির কারণেই ভারতের অধিকাংশ মানুষ আত্মহত্যার পথ বেঁছে নেন বলে জানিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। ২০২১ সালে তার আগের বছরের তুলনায় দেশটিতে প্রায় ৭ দশমিক ২ শতাংশ আত্মহত্যার সংখ্যা বেড়েছে।
গতবছরে মহারাষ্ট্রে ২২ হাজার ২০৭ জন, তামিলনাড়ুতে ১৮ হাজার ৯২৫, মধ্যপ্রদেশে ১৪ হাজার ৯৬৫, পশ্চিমবঙ্গে ১৩ হাজার ৫০০ ও কর্ণাটকে ১৩ হাজার ৫৬টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। অর্থাৎ দেশের ৫০ দশমিক ৪ শতাংশ আত্মহত্যা হয়েছে এই পাঁচ রাজ্যে।
তবে ভারতের সবচেয়ে বেশি জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে আত্মহত্যার সংখ্যা অনেকটাই কম। মোট আত্মহত্যার মাত্র ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে যোগীর রাজ্যে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ তথ্য মতে, ভারতে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১২ জন আত্মহত্যা করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন