শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এগিয়ে চলেছেন পপি

প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১:০২ এএম, ৫ ডিসেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক : প্রায় সাত বছর আগে মিডিয়াতে কাজ শুরু করেন পপি। ইতোমধ্যে অভিনয় ও উপস্থাপনায় নিজেকে প্রমাণ করেছেন। পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। ছোটবেলায় গানের প্রতি আকর্ষণ থাকলেও একজন অভিনেত্রী, উপস্থাপিকা হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাংলাদেশ টেলিভিশনের ‘মা ও শিশু’ বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা দিয়ে মিডিয়াতে পপির যাত্রা শুরু। তবে টিভি নাটকে তার যাত্রা শুরু বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত মেহেদী হাসান বাবু পরিচালিত ‘প্রত্যয়’ নাটকে প্রথম অভিনয় করে। তবে জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘রাজল²ী শ্রীকান্ত’ তার অভিনীত একটি উল্লেখযোগ্য নাটক। এ ছাড়া পপি এখন পর্যন্ত অভিনয় করেছেন আবীর খান, শহীদ উন নবী, রায়হান খানসহ আরো বেশ কয়েকজন গুণী নির্মাতার নাটকে। অভিনয়ের প্রতিই পপির ভীষণ ভালোলাগা। নিজেকে প্রথমে একজন অভিনেত্রী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সরকারি অর্থায়নে নির্মিত বিভিন্ন সমাজ সচেতনতামূলক টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনসহ দেশের প্রায় প্রতিটি চ্যানেলেই সেসব অনুষ্ঠান প্রচার হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের সিনেমার গান বিষয়ক অনুষ্ঠান ‘ছায়াছন্দ’রও উপস্থাপনা করেছেন তিনি। তবে ২০১৩ সালের বিজয় দিবসের প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে ঢাকা ওয়াসার একজন মডেল হিসেবে নিজের উপস্থাপনকে জীবনের অনেক বড় অর্জন হিসেবে মনে করেন পপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের নামে নির্মিত ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করাটাকে তার মিডিয়া ক্যারিয়ারের অনেক বড় অর্জন হিসেবে বিবেচনা করেন। অমিতাভ রেজার নির্দেশনায় পপি প্রথম রবির একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এরপর আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনের মডেল হন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সোহাগ খান ২১ ডিসেম্বর, ২০১৭, ৫:০১ পিএম says : 0
পপি আপু আমার দেখা ভাল মডেল।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন