বিনোদন ডেস্ক : আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে ‘অসময়ের গল্প’ শীর্ষক তরুণ শিল্পী মনজুরুল শিবলীর প্রথম একক চিত্র প্রদর্শনী চলছে। প্রদর্শনীটি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এতে শিল্পীর আঁকা বিভিন্ন সময়ের ৩৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীর উ™ে^াধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়। উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘শিল্পী মনজুরুল শিবলী বয়সে একেবারেই তরুণ। তার আঁকা ছবিগুলোর মধ্যে গল্প রয়েছে। আমি আশা করছি, সে ভবিষ্যতে আরও ভালো করবে।’ আলী যাকের বলেন, ‘বর্তমানের এই অস্থির সময়টা শিল্পী মনজুরুল শিবলী বেশ দারুণভাবে তার চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। উল্লেখ্য, মনজুরুল শিবলী ১৯৮৮ সালের ২রা ফেব্রæয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) থেকে চারুকলায় ¯œাতক ডিগ্রি সম্পন্ন করেন। তিনি পরিচালক এবং ক্রিয়েটিভ ম্যানেজার হিসেবে আলফা-মিডিয়া প্রোডাকশন লিমিটেডে তার কর্মজীবন শুরু করেন। শিল্পী মনজুরুল শিবলী বলেন, ‘সময়টা খুব বিক্ষিপ্ত, প্রতিনিয়ত বিভ্রান্তিতে ছেয়ে যাচ্ছে চারপাশ। আসলে সময়ের কোনো দোষ নেই, সময় সময়ের গতিতেই চলছে। খুব বেশি পুরাতন কথা না প্রযুক্তি নামক শব্দটি হঠাৎই বলা চলে, যেটা ব্যাপকভাবে উৎকর্ষ লাভ করে আমাদের মাঝে। প্রযুক্তি আমাদের নানান সুবিধা দিচ্ছে প্রতিনিয়তই আর সেই সুবিধা গ্রহণ করে সামনে এগোনোই আমাদের দায়িত্ব। কিন্তু আমাদের অনুভ‚তিগুলো যেন প্রতিনিয়তই ভোঁতা হয়ে যাচ্ছে। প্রযুক্তির প্রভাবে মানুষের বিক্ষিপ্ত এবং বিভ্রান্ত অবস্থার গল্পই আমার চিত্র প্রদর্শনীতে তুলে এনেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন