বেনাপোলের গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৩০ টি স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে তাকে আটক করা হয়।
আটক আশিকুর বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
খুলনা (২১ বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান.. গোপন খবরের জানতে পারি বেনাপোলের গোগা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বিশাল চালান ভারতে পাচারের উদ্দেশ্যে শার্শার জামতলার বালুন্ডা নামক স্থানে এক পাচারকারী অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে আশিকুর রহমান নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে সবজির মধ্যে থেকে (৩ কেজি ৪৯৮ গ্রাম) ওজনের ৩০ টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা।
জব্দকৃত স্বর্ণসহ আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন