বিনোদন ডেস্ক : এবার ফেরদৌস ও পূর্ণিমা জুটি হয়ে বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন। সম্প্রতি তারা জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর সংক্রান্ত একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এটি নির্দেশনা দিয়েছেন খিজির হায়াত খান। গাজীপুরের মাওনায় স¤প্রতি এর শুটিং শেষ হয়েছে। বিজ্ঞাপনচিত্রে ফেরদৌস একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। এজন্য তাকে বৃদ্ধ সাজতে হয়েছে। পূর্ণিমাকেও একজন বৃদ্ধা হিসেবে দেখা যাবে। দেশের সেবামূলক কাজের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতে পেরে তারা দুজনই খুব উচ্ছ¡সিত। ১০ ডিসেম্বর থেকে নতুন এ বিজ্ঞাপন সবগুলো চ্যানেলে দেখা যাবে। উল্লেখ্য, ফেরদৌস ও পূর্ণিমা ‘মধু পূর্ণিমা’ নামে একটি সিনেমায় জুটিবদ্ধ হয়ে প্রথম অভিনয় করেছিলেন। তারপর আর তারা একসঙ্গে কোনো সিনেমা করেননি। ১৮ বছর পর তারা জুটি হলেন এ বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন