বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী লুইপা স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্টেজ শোতে এখন তিনি ব্যস্ত। গতকাল ময়মনসিংহে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেন তিনি। আগামী ৯ ডিসেম্বর কোরিয়া যাবেন তিনি। সেখানে ১১ ডিসেম্বর একটি স্টেজ শোতে গাইবেন। দেশে ফিরে বিজয় দিবসের দিনের বেলায় উত্তরা ক্লাবে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। রাতে নরসিংদীতে একটি স্টেজ শোতে গাইবার কথা রয়েছে তার। এরমধ্যে বিজয়ের মাসে দেশের আরো বেশ কয়েকটি স্থানে স্টেজ শোতে অংশগ্রহণ করার কথা রয়েছে। এদিকে এসআই টুটুলের সুর ও সঙ্গীতে চলতি সপ্তাহেই নতুন একটি গানে কণ্ঠ দিবেন লুইপা। পাশাপাশি ইমরানের সুর সঙ্গীতেও একটি গানে কণ্ঠ দেয়ার কথা রয়েছে তার। তবে এরইমধ্যে অতমুলান মুনের সুর সঙ্গীতে নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। লুইপা বলেন, ‘সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে আমার। প্রতিটি স্টেজ শোতে বেশ ভালোভাবে নিজের গায়কী তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি নিজের নতুন নতুন গানেও সময় দিচ্ছি। আশা করছি, নতুন বছরের শুরুতে বেশ ভালো ভালো কয়েকটি নতুন গানে মিউজিক ভিডিও আকারে শ্রোতা দর্শককে উপহার দিতে পারব।’ উল্লেখ্য, লুইপার একটিমাত্র একক অ্যালবাম ‘ছায়াবাজি’ বাজারে পাওয়া যাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন