বিনোদন ডেস্ক : দেশ-বিদেশের স্টেজশো ও মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী পড়শী। গত ১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি কনসার্টে গেয়েছেন। এর মধ্যে আরো বেশ কিছু শোতে অংশ নেয়ার কথা রয়েছে। সম্প্রতি মন ভুইলা নামে একটি গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জুয়েল মোর্শেদ। সঙ্গীতশিল্পী তানজীব সারোয়ারের কথা ও সুরে গানটির সঙ্গীত করেছেন জুয়েল মোর্শেদ ও আমজাদ হোসেন। পয়লা বৈশাখে মন ভুইলা সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এদিকে আরো কয়েকটি গানের ভিডিওর পরিকল্পনা করেছেন এই শিল্পী। পড়শী বলেন, ১৪ ও ১৫ এপ্রিল মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিতে দুই দিনের সফরে ভারতে যাচ্ছি। সেখানে আমার আর ইমরানের কণ্ঠে আবদার শিরোনামের গানটির শুটিং হবে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর-সঙ্গীতও করেছেন ইমরান। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। ভিডিওটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু। পড়শী জানান, আপাতত একক অ্যালবাম স্থগিত রেখেছেন। তবে তিন গানের ইপি অ্যালবাম প্রকাশ করতে পারেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন