বিনোদন ডেস্ক : বার্ধক্যজনিত কারণে নায়করাজ রাজ্জাক এখন সিনেমায় অভিনয় করেন না বললেই চলে। তবে মনের মতো গল্প পেলে অভিনয়ের লোভ সামলাতে পারেন না। এমনই এক গল্প নিয়ে হাজির হয়েছিলেন পরিচালক জি সরকার। তার গল্প শুনে রাজ্জাক অভিনয় করতে রাজী হয়েছেন। সিনেমাটির নাম দাদু ভাই। বোঝা যাচ্ছে, এর নাম ভ‚মিকায় তিনি অভিনয় করবেন। জি সরকার বলেন, সিনেমার গল্প রাজ্জাক সাহেবকে নিয়ে। গত বছর সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করি। এ গল্প তাকে ছাড়া হবে না। তিনি অসুস্থ থাকায় সিনেমাটির কাজ শুরু করতে পারিনি। এখন তিনি সুস্থ। তাই আবার নির্মাণের উদ্যোগ নিয়েছি। নায়করাজও এতে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। আগামী বছর থেকেই শুটিং শুরু করব বলে আশা করছি। অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন তা কিছুদিন পর জানাবো। ইতোমধ্যে সিনেমাটির তিনটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্রু কিশোর, রুনা লায়লা, কণা, সুবীর নন্দী। সংগীত পরিচালনা করেছেন দেবেন্দ্র চ্যাটার্জি। সিনেমাটি নির্মিত হবে মেঘনা কথাচিত্রের ব্যানারে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন কমল সরকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন