শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মতলবে ডাকাতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদার আটক

মতলব(চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৩ পিএম

চাঁদপুরের হাইমচর উপজেলার ৪ নং নীল কমল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক মোঃ সালাহ উদ্দিন সরদার ডাকাতীর মামলায় মতলব উত্তর উপজেলায় আটক হয়েছেন । মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ তাকে আটক করে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের জুলাই মাসের ২ তারিখ একটি ডাকাতির ঘটনায় মোহনপুর থানায় ট্রলার মালিক সাদ্দামের অভিযোগের ভিত্তিতে একটি ডাকাতি মামলা হয়। মামলা নং ৩/১৩৮ তাং - ২/৭/২০২১। ঐ মামলায় গ্রেপ্তারকৃত আসামী সোহাগ বেপারী পুলিশি জিঞ্জাসাবাদে ডাকাতির ঘটনায় ৪ নং নীলকমল ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক, সাবেক চেয়ারম্যানকে অন্যতম আসামী হিসেবে স্বাকারোক্তি দিলে, তার স্বীকারোক্তী মোতাবেক আজ ১৭ সেপ্টেম্বর মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সালাহ উদ্দিন সরদারকে আটক করে ।

এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাবুল বালা সাংবাদিকদেরকে জানান , সাবেক চেয়াম্যান সালাহউদ্দিন সরদারকে একটি ডাকাতির মামলায় আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরন করা হবে ।

সালাহ উদ্দিন সরদারের গ্রেপ্তারের সংবাদে মহুর্তেই সামাজিক যোগাযোগ মাধমে ছয়লাব হয়ে গেছে। চেয়ারম্যান ও ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে মানুষের উপর নানাবিদ নির্যাতনের চিত্রও ফুটে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন