শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কাল বলিউডের ‘বেফিকর’ মুক্তি পাচ্ছে

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

একক ফিল্ম হিসেবে কাল মুক্তি পাচ্ছে ‘বেফিকর’। প্যারিসের পটভূমিতে সমকালীন প্রেমকাহিনী এটি।
শুধু অ্যাডভেঞ্চারের প্রত্যাশায় দিল্লি থেকে প্যারিস আসে ধরম নামে এক তরুণ, আর তা সে পেয়েও যায় প্যারিসে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত শায়রা নামে এক তরুণীর সাহচর্যে। তারপর চলতে থাকে তাদের ঝড়ো প্রেমের চড়াই উৎরাই।
‘বিফকর’ মুক্তি পাচ্ছে যশ রাজ ফিল্মসের ব্যানারে। রোমান্টিক কমেডি ধারা ফিল্মটি প্রযোজনা ও পরিচালনা করছেন আদিত্য চোপড়া। ২০০৮ সালের ‘রাব নে বানা দে জোড়ি’র পর এটি আদিত্যর পরিচালনায় প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রণবীর সিং, বানি কাপুর, এবং একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। সঙ্গীত পরিচালনা করেছেন শেখর রাবজিয়ানি এবং বিশাল দাদলানি। ‘বেফিকর’-এর গান এরই মধ্যে সাড়া জাগিয়েছে। চলচ্চিত্রটির সিংহভাগ শুটিং হয়েছে প্যারিসে বাকিটা মুম্বাইতে। প্যারিস অংশের শুটিং হয়েছে ৫০ দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন