শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ওয়ান্ডারার্সের নতুন সহ-সভাপতি ইমাম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৭ পিএম

দেশের ক্রীড়াঙ্গণে ঐতিহ্যবাহী এক সংগঠনের নাম ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ঘরোয়া আসরে ক্রিকেট, ফুটবল, কাবাডি, হকিসহ বিভিন্ন খেলায় নিয়মিত অংশ নিচ্ছে মতিঝিল পাড়ার এই ক্লাবটি। প্রিমিয়ার কাবাডি লিগের অন্যতম সেরা ঐতিহ্যবাহী ক্লাব এটি। ক্লাবের কাবাডি দলকে আরও শক্তিশালী করতে ওয়ান্ডারার্সের নতুন সহ-সভাপতি করা হয়েছে তরুণ ক্রীড়া সংগঠক ইমাম হোসেনকে। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কেলাপাড়া ইউনিয়নের ইমাম হোসেন নানা সামাজিক যুক্ত। মুন্সিগঞ্জ জেলা মানবাধিকার ইউনিটের সহ-সভাপতি এবং দক্ষিণ পাইকস নবী উর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদকও তিনি। ওয়ান্ডারার্সের নতুন সহ-সভাপতির দায়িত্ব পেয়ে ইমাম শুক্রবার বলেন, ‘এতদিন সামাজিক কার্যক্রমে যুক্ত ছিলাম। এবার ক্রীড়াঙ্গনে এসেছি। আমি দেশের ক্রীড়া উন্নয়নে অবদান রাখতে চাই।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন