শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

৪ মাসে ২৩ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সঞ্চয়পত্র বিক্রি অস্বাভাবিক হারে বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ২২ হাজার ৮৫০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। যা লক্ষ্যমাত্রার প্রায় ৮১ শতাংশেরও বেশি। সর্বশেষ গত অক্টোবর মাসে ৬ হাজার ২০০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এ ছাড়া সেপ্টেম্বরে ৫ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ, আগস্টে ৬ হাজার ৩২৭ কোটি ৬১ লাখ ও জুলাইয়ে ৪ হাজার ৯৩২ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। সে হিসাবে প্রতিদিন এখন গড়ে ২০০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ের তুলনায় এবার সঞ্চয়পত্রের নিট বিক্রি প্রায় দ্বিগুণ। গত ২০১৫-১৬ অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই-অক্টোবর সময়ে ৯ হাজার ৩৩ কোটি টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটে সরকার সঞ্চয়পত্র থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ধরেছিল ১৫ হাজার কোটি টাকা। সুদের হার কমানোর পরও বিক্রি না কমায় সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ২৮ হাজার কোটি টাকা ধরা হয়। অর্থবছর শেষে দেখা যায়, সঞ্চয়পত্র থেকে ৩৩ হাজার ৬৮৮ কোটি ৬০ লাখ টাকা ধার করেছিল সরকার। বর্তমানে পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র, মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয়পত্রের প্রচলন রয়েছে। -ওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন