শুক্রবার মুক্তি পেয়েছে ‘বেফিকর’। এই চলচ্চিত্রটিতে অভিনেত্রী বানি কাপুরকে খুব ফ্যাশন সচেতন ভূমিকায় দেখা গেছে। অভিনেত্রীটি জানিয়েছেন, বাস্তবে তিনি স্টাইল থেকে আরামকেই অগ্রাধিকার দিয়ে থাকেন।
বাস্তব জীবনে তিনি খুব ফ্যাশন সচেতন কিনা জানতে চাইলে, “না! এই ব্যাপারটিতে আমি খুব পিছিয়ে আছি। আমার ম্যানেজার আর ট্যালেন্ট প্রতিনিধিরা আমাকে সবসময় ‘ভালো পোশাক’ পরতে বলে... পক্ষান্তরে আমি খুবই আটপৌরে। আমি স্বাচ্ছন্দ্য পছন্দ করি।”
‘বেফিকর’ চলচ্চিত্রটিতে বানিকে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে। তিনি জানিয়েছেন, যেমন পোশাক পরিধানে তিনি অভ্যস্ত তাই তার পছন্দের।
“আমি সাধারণত যে ধরনের পোশাক পরে থাকি তাই আমার পছন্দের, এগুলো খুব আটপৌরে। সুতরাং আমাকে ঠিক ফ্যাশন সচেতন বলা যাবে না। আমার মনে হয় আরামদায়ক পোশাকে কখনো তেমন ফ্যাশন থাকে না,” তিনি আরো বলেন।
সম্পূর্ণ প্যারিসে চলচ্চিত্রায়িত ‘বেফিকর’ একটি একবিংশ শতাব্দীর প্রেমকাহিনী। চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্র ধরম আর শায়রা।
চলচ্চিত্রটি পরিচালনা ও প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন