শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইউরো-সিজেএফবি আজীবন সম্মাননা পাচ্ছেন গোলাম সারওয়ার

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দেশের প্রধান জাতীয় দৈনিক, পাক্ষিক এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি এবং গেøাব সফট ড্রিংঙ্কস লিমিটেডের যৌথ উদ্যোগে প্রবর্তিত ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড-এর ১৬তম আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। সংবাদপত্রের মাধ্যমে বিনোদন জগতেও তার অবদান এবং ভূমিকার প্রেক্ষিতে এই সম্মাননা প্রদান করা হবে। ইতোমধ্যেই এই পুরস্কার গ্রহণের সম্মতি জানিয়েছেন তিনি। বর্ণাঢ্য আয়োজনে আগামী ১৮ ডিসেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকসায় অনুষ্ঠিত হবে ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক। বিশেষ অতিথি থাকবেন সিজেএফবির প্রধান পৃষ্ঠপোষক গেøাব সফট ড্রিংঙ্কস লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান, ইত্তেফাক হোল্ডিংসের ব্যবস্থপনা পরিচালক আরশাদ হোসেন, পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, নিউজ জি .কম-এর প্রকাশক নাজমুল হক ভূইয়াঁ খালেদ, ভার্সেটাইল মিডিয়ার চেয়ারম্যান আরশাদ আদনান এবং অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিজেএফবি‘র সভাপতি এনাম সরকার এবং স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক তামিম হাসান। উল্লেখ্য বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে মুস্তফা মনোয়ার, আতিকুল হক চৌধুরী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমতউল্লাহ, গাজী মাজহারুল আনোয়ার, আবদুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান নূর, আলম খান, আলী জাকের, আজম খান, জুয়েল আইচ, সুবর্ণা মুস্তাফা এবং সর্বশেষ গত বছর সারাহ বেগম কবরীকে ইউরো-সিজেএফবি আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন