শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

না পুড়লে এই ভালোবাসার পরিমাণটা বুঝতে পারতাম না : রনি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ৯:০৮ এএম

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হয়েছিলেন ‘মীরাক্কেল’ খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি। পুড়ে গিয়েছিল তার শরীরের বিভিন্ন অংশ। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় এই অভিনেতার জীবনও শঙ্কার মুখে পড়ে সেসময়।

আশার কথা হলো বর্তমানে তিনি সম্পূর্ণ বিপদমুক্ত। শরীরের ক্ষত বেশ শুকিয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, আগামী সপ্তাহেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে তাকে।

এদিকে শারীরিকভাবে আহত হলেও মনের জোর হারাননি রনি। শুরু থেকেই ছিলেন মানসিকভাবে সুস্থ। এবার জানালেন, এই পোড়াটা তার দরকার ছিল। রনি বলেন, ‘এই দুর্ঘটনার পর মানুষের এত ভালোবাসা পেয়েছি, যা দেখে-শুনে এখন মনে হচ্ছে এই পোড়াটা দরকার ছিল!’

এসময় শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে রনি আরও বলেন, ‘আগে বেশ ব্যথা ছিল শরীরজুড়ে। এখন ব্যথাটা নেই। জীবনে প্রথম এমন ঘটনার মুখোমুখি হয়েছি। ভেবেছিলাম জীবনটা বুঝি এখানেই শেষ। কিন্তু ঘটনার পর মানুষের এত ভালোবাসা পেয়েছি যে তাতে মনে হচ্ছে না পুড়লে এই ভালোবাসার পরিমাণটা বুঝতে পারতাম না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন