বিনোদন ডেস্ক : ডেইলি স্টার জরিপের সেরা নাটকের তালিকায় স্থান পেল বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কমেডি ৪২০’। প্রতিবছর ডেইলি স্টার বছরের প্রচারিত নাটক মান ও দর্শকপ্রিয়তা বিচার বিশ্লেষণ করে রিভিউয়ের ভিত্তিতে সেরা তালিকা তৈরি করে। এবার ২০১৬ সালের সেরা তালিকায় স্থান পেল ফরিদুল হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘কমেডি ৪২০’। বৈশাখী টেলিভিশনে প্রতি শনিবার, রোববার ও সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক এই নাটকটি। টিপু আলমের মূল ভাবনায় ‘কমেডি ৪২০’ নাটকটি লিখেছেন আকাশ রঞ্জন। সম্মানজনক স্থানে ধারাবাহিক নাটকটির অবস্থানে থাকা প্রসঙ্গে পরিচালক ফরিদুল হাসান বলেন- এই সম্মান আমার একার নয়। নাটকের কলা-কুশলীর আপ্রাণ চেষ্টায় আজকের আমাদের এই সম্মানজনক স্থান লাভ করেছি। ইতিমধ্যে শুধুমাত্র টেলিভিশন দর্শক নয়। অনলাইন দর্শকদের কাছে ‘কমেডি ৪২০’ জনিপ্রিয়তা ব্যাপক। টিআরপি রিপোর্টে ও আমরা অনেক ভালো অবস্থানে। ইউটিউব ভিউয়ারস অন্যান্য নাটকের তুলনায় আমাদের বেশি। এটা আমাদের জন্য গর্বের। আশা করছি এই জনপ্রিয়তা ধরে রেখে নাটকটি অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তারকা অভিনয়শিল্পীর পাশাপাশি থাকছে নতুন অভিনয়শিল্পীরা। এই প্রথম কোনো মেগা ধারাবাহিকে বাংলাদেশের প্রায় সব অঞ্চলের আঞ্চলিক ভাষায় পারফর্ম করেছেন সেলিব্রেটি তারকারা। নির্মল বিনোদনের সবকিছু খুঁজে পাবেন নাটকটিতে। ব্যয়বহুল এই মেগা ধারাবাহিকটি নির্মাণেও রয়েছে বৈচিত্রতা। নাটকটির সম্পর্কে নাট্যকার আকাশ রঞ্জন বলেন, আসলে সব আনন্দের বহিঃপ্রকাশ হয় না। আমার এই নাটকটি দর্শক জনপ্রিয়তা পেয়েছে এটা গর্বের বিষয়। আমাদের দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছি। আশাকরছি পরের পর্বগুলোতে দর্শকরা আরো ভাল কিছু দেখতে পাবে। ‘কমেডি ৪২০’ নাটক সম্পর্কে টিপু আলম বলেন, বর্তমান সময়ে দর্শকরা বিনোদনধর্মী নাটক দেখতে বেশি আগ্রহী। এই নাটকটি নির্মল হাস্যরস আর বিনোদনে ভরপুর একটি নাটক। নাটকে হাসি-আনন্দের মাধ্যমে সমাজের বর্তমান বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি, নাটকটি দেখে দর্শকরা আনন্দ পাবেন। নাটকের গল্পে দেখা যাবে- পুরান ঢাকার বাড়িওয়ালা হরকতের স্ত্রী নেই। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আমিরুল হক চৌধুরী, মীর সাব্বির, আ খ ম হাসান, ফারুক আহমেদ, আলভী, অহনা, হুমায়রা হিমু, সিদ্দিক, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, কচি খন্দকার, রোমানা স্বর্ণা, মিস্টি মারিয়া, আমীন আজাদ, তারিক স্বপন, ম ম মোর্শেদ, শামীম আহমেদ, প্রমুখ। বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় কমেডি ৪২০ ধারাবাহিকের চিত্রগ্রহণে ছিলেন কবির হোসেন সোহেল ও সোহেল তালুকদার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন