কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে সেসব মুসলিম 'ফ্যান টিকিট' বা 'হায়া কার্ড' পাবেন তারা সেই কার্ড দেখিয়ে ওমরাহ করতে পারবেন। পাশাপাশি, মদিনায় যেতে পারবেন। আজ রোববার সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটে এ তথ্য প্রকাশিত হয়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ আল-শামারি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল-এখবারিয়াকে খালেদ আল-শামারি বলেন, 'হায়া' কার্ডধারীদের মাল্টিপল ভিসা রয়েছে। তবে, সৌদি আরবে আসতে ভিসা প্লাটফর্ম থেকে অবশ্যই স্বাস্থ্যবিমা নিতে হবে।
কার্ডধারীরা বিশ্বকাপ শুরুর ১০ তিন আগে সৌদি আরবে ঢুকতে পারবেন এবং ২ মাস সেখানে অবস্থান করতে পারেন।
আগামী ৯ অক্টোবর শুরু হয়ে বিশ্বকাপ চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারীরা যে কোনো সময় সৌদি আরবে ঢুকতে বা বের হতে পারবেন। তাদেরকে কাতার হয়ে আসতে হবে এমন বাধ্যবাধকতা নেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন