বিনোদন ডেস্ক : কাজী হায়াতের নতুন সিনেমা ‘ঘুম’-এ অভিনয় করার কথা ছিল বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। এখন তাদের পরিবর্তে এ সিনেমায় অভিনয় করবেন মৌসুমী ও মারুফ। মৌসুমীর সাথে প্রাথমিকভাবে কথা হয়েছে। গল্পের প্রযোজনে নায়ক-নায়িকা পরিবর্তন করতে হয়েছে বলে কাজী হায়াত জানান। তিনি বলেন, বাপ্পি ও মাহির কোনো সমস্যার কারণে তাদেরকে বাদ দেয়া হয়নি। মূলত আমার সিনেমাটির গল্প ওদেরকে ডিমান্ড করছে না। গল্পে একজন রাস্তার নেশাগ্রস্ত ছেলে ও একজন মাছ কোটা মেয়েকে দরকার। যে মেয়েটির একবার বিয়ে হয়েছিল। ভুল বুঝে স্বামী তালাক দিলে মেয়েটি বাজারের পাশে মাছ কুটে জীবিকা নির্বাহ করে। এমন অবস্থায় নেশাগ্রস্ত একটি ছেলেকে পছন্দ করে সে। একপর্যায়ে এই ছেলেটির সাথে তালাকপ্রাপ্ত এই মেয়েটির প্রেম হয়। ছেলেটির চেয়ে মেয়েটির বয়স থাকে বেশি। ভেবে দেখলাম মৌসুমী এই চরিত্রের জন্য পারফেক্ট। মারুফও গল্পের ছেলেটির চরিত্রে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন