শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ, ৪ কিলোমিটার জুড়ে যানজট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ৫:১৪ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের দড়িকান্দি এলাকায় ঝোড়ো হাওয়ায় গাছ উপড়ে মহাসড়কের ওপর পড়েছে। এতে মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাসড়ক থেকে গাছ অপসারণের কাজ চলছে। ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। অল্প সময়ের মধ্যেই অপসারণ করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।
এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে ঢাকায় প্রবেশের পথে একটি লেন যান চলাচলের উপযোগী করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, একপাশ বন্ধ আছে। আরেক পাশের একটি লেন চালু করা গেছে। যেখানে তিনটি গাড়ি যেতে পারে, সেখানে এক লেনে এখন একটি করে গাড়ি যেতে পারছে।
রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে আনুমানিক ৪ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে বলেও জানান শেখ বিল্লাল হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন