শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শুরু হচ্ছে কবরী-সোহেল রানার প্রথম ধারাবাহিক

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি চ্যানেল আইয়ের জন্য নির্মিত হয়েছে ১৩ পর্বের ধারাবাহিক নাটক ‘আবার আসিব ফিরে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রখ্যাত চিত্রনায়িকা ও নির্মাতা কবরী। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক সোহেল রানা, রিয়াজ, কবরী, অহনা প্রমুখ। ১৪ ডিসেম্বর রাত ৯টা ৩৫ মিনিট থেকে নাটকটির প্রচার শুরু হবে। নাটকটি নিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন, সোহেল রানা ও কবরী আমাদের চলচ্চিত্রের দুই কিংবদন্তি। দুজনের সঙ্গেই কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। তবে দুজনের সাথে একসঙ্গে অভিনয় করা প্রথম। দারুণ একটি অভিজ্ঞতা হয়েছে এখানে। কবরী আপা চমৎকার একটি গল্প তৈরি করেছেন সিরিজটির জন্য। দর্শক মুগ্ধ হবেন। উল্লেখ্য, এটি কবরীর পরিচালনায় তৃতীয় নাটক। সর্বশেষ বছর দুয়েক আগে বিটিভির জন্য একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন তিনি। তারও পাঁচ বছর আগে মাহফুজ আহমেদ ও তারিনকে নিয়ে একটি খÐ নাটক পরিচালনা করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ABDUR RAHMAN (MONZU) ১৪ ডিসেম্বর, ২০১৬, ১১:৪৩ পিএম says : 0
SO NICE NEWS .TO DAILY INQILAB ..THANKS ALL S F
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন