শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে প্রকাশকসহ ৩ সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা : প্রতিবাদে মানবন্ধন, নিন্দা-ক্ষোভ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ৩:৫৫ পিএম

দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক নজরুল ইসলাম বাবুল, উপ-সম্পাদক মঈন উদ্দিন, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু ও স্টাফ ফটোজার্নালিস্ট মিঠু দাস জয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করেছেন দক্ষিণ সুরমাবাসী। দক্ষিণ সুরমার সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গোটাটিকরের বিসিক শিল্পনগরীর ১ নং গেইটের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত হবে এ মানববন্ধন। এতে দক্ষিণ সুরমার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সমাজসেবক সহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। এদিকে, সিলেট থেকে প্রকাশিত ট্যাবলয়েড দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক নজরুল ইসলাম বাবুল, উপসম্পাদক মঈন উদ্দিন, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু ও স্টাফ ফটোজার্নালিস্ট মিঠু দাস জয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র-বিএনএসকে’র সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার (০২ নভেম্বর) রাতে প্রেরিত এক বিবৃতিতে এই অভিযোগ দায়ের করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সভাপতি জিটিভি ও সারাবাংলার সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি এবং সাধারণ সম্পাদক দৈনিক উত্তরপূর্ব পত্রিকার জ্যেষ্ঠ সহ-সম্পাদক মনিকা ইসলাম। এক বিবৃতিতে সিলেটের নারী সাংবাদিকবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, বস্তুনিষ্ট ও ন্যায়নিষ্ট সংবাদ প্রকাশের কারণেই দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল, উপ-সম্পাদক মঈন উদ্দিন, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু ও দৈনিক একাত্তরের কথা’র স্টাফ ফটোজার্নালিস্ট মিঠু দাস জয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এমন অভিযোগ স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করার ঘৃণ্য অপচেষ্টা ব্যতিত কিছুই নয়। নেতৃবৃন্দ অবিলম্ব এই অভিযোগ প্রত্যাহার করার দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন