ভারতের সঙ্গে ক্রিকেট ম্যাচ মানেই বিতর্ক। ২০১৫ সালের পর চলতি বিশ্বকাপে অ্যাডিলেড ওভালে বুধবারের ম্যাচের পরও দেখা মিলল সেই একই দৃশ্যের! ভারতের ফেক ফিল্ডিং আর বৃষ্টির পর ভেজা মাঠে খেলা শুরু নিয়ে উত্তাল চারপাশ। এবার সেই আগুনে যেন ঘি ঢাললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
পাকিস্তানের ‘সামা টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি জানালেন, দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। ভারত সেমিফাইনালে যেতেই নাকি এমন সব সিদ্ধান্ত আম্পায়ারদের, এমনটাই দাবি তারকা এই অলরাউন্ডারের।
সাবেক এই তারকা আফ্রিদি বলেন, ‘টিভিতেই দেখা গেছে সাকিব এ বিষয়ে (ভেজা মাঠ) কথা বলেছে। দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।’
এছাড়া আফ্রিদি বলেন, ‘আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু করা হয়। ভারত খেললে আইসিসি চাপে থাকে। কারণ এর সঙ্গে অনেক কিছুই জড়িত।’
ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ানো লিটন দাসের প্রশংসা করতেও ভুলেননি আফ্রিদি। বলেছেন, ‘লিটন দারুণ খেলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। ৬ ওভার শেষে মনে হয়েছে সামনের ২-১ ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায়, তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন