এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা ছিল বাজে।
ভারত ও জিম্বাবুয়ের কাছে প্রথম দুই ম্যাচেই হারে বাবর আজমের দল। দুই পরাজয়ে অনেকেই ভেবে নিয়েছিল, সুপার টুয়েলভ থেকেই বিদায় নিবে পাকিস্তান। তবে সবাইকে অবাক করে, চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখে পাকিস্তান।
১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের সাথে পাকিস্তান দলের এবারের যাত্রাটা অনেকাংশেই মিলে। ১৯৯২ সালেও বাজে শুরুর পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান।
সেবার মেলবোর্নে ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। তার ঠিক ৩০ বছর পর এবারও সেই মেলবোর্ন, প্রতিপক্ষ ইংল্যান্ড। ইমরান খানের মতো মেলবোর্নে শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ রয়েছে এবার বাবরের সামনে।
সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করেন, এবার পাকিস্তান বিশ্বকাপ জিতলে ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন তিনি। বৃহস্পতিবার স্টার স্পোর্টসে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচের আগ মুহূর্তে মজার ছলে এমনটাই বলেছেন তিনি।
সুনীল গাভাস্কার বলেন, পাকিস্তান যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর আজম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন