শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কন্যা সন্তানের মা-বাবা হলেন আলিয়া-রণবীর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ৩:২৪ পিএম

সুখবর দিলেন বলিউড দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। কন্যা সন্তানের মা-বাবা হলেন তারা। আজ রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় আলিয়া ভাটকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের এইচএন রিল্যায়েন্স হাসপাতালে। এরপর অপেক্ষার পালা শেষে জানা যায়, আলিয়ার কোল জুড়ে এসেছে কন্যা সন্তান। সামাজিক যোগাযাগ মাধ্যমে এরই মধ্যে খবরটি নিশ্চিত করেছেন এ জনপ্রিয় যুগল।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রোবাবার সকাল সাড়ে ৭টায় এইচএন রিল্যায়ান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কাপুর। তারপর প্রসববেদনা উঠলে প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দেন ২৯ বছরের আলিয়া। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। এদিকে সকালে আলিয়া হাসপাতালে পৌঁছানোর পর একে একে রওনা দিয়েছিলেন কাপুর ও ভাট পরিবারের বাকি সদস্য‌রা। বর্তমানে আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুর, নীতু কাপুরও রয়েছেন হাসপাতালে

কয়েক বছর ধরে ডেটিং করছিলেন আলিয়া ও রণবীর। শুরুতে থেকেই তাদের বিয়ের গুঞ্জনে সরব সংবাদমাধ্যম। অবশেষে চলতি বছরের এপ্রিলে জমকালো আয়োজনে গাঁটছড়া বাঁধেন তারা। এরপরই জুনে সন্তান আগমনের সুখবরটি চাউর করেন। জানা যায়, অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১’ সিনেমার শুটিংয়ের সময় আলিয়া ও রণবীরের মধ্যে সম্পর্কের সূচনা। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়ে বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপির মতো ব্যবসা করেছে।

বিয়ের দুই মাস পরই আলিয়া-রণবীর ঘোষণা দেন, নতুন অতিথি আসতে চলেছে তাদের ঘরে। আর বিয়ের সাত মাসে এসে সেই অতিথি রণবীর-আলিয়ার ঘর আলোকিত করলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন