বিনোদন ডেস্ক : আদনান-আরফান দুই ভাই। পিতৃহারা দুই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মা জাহানারা গ্রামে থাকেন। তার স্বামী মুক্তিযুদ্ধে শহীদ হন, কিন্তু তিনি তা সন্তানদের কাছে গোপন রাখেন। তবে বিশেষ পরিস্থিতির প্রেক্ষিতে তিনি সন্তানদের কাছে মুখ খোলেন, জানান তারা একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। নানা নাটকীয়তা, প্রেম-ভালোবাসা, দ্ব›দ্ব-সংঘাতে ভরপুর “সহোদর” টেলিফিল্মটি বিজয় দিবসে রাত ৮টায় বৈশাখী টিভিতে দেখা যাবে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তাবারক হোসেন। অভিনয়ে আছেন রিয়াজ, সাজু খাদেম, মৌটুসী, নামিরা, শিরিন বকুল প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন