শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাড়িতে ভাংচুর ও লুটপাট করার অভিযোগে সংবাদ সম্মেলন

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২২, ৪:২৩ পিএম

পঞ্চগড়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী চারটি পরিবারের সদস্যরা।তারা

বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সামের ডাঙ্গা গ্রামের বাসিন্দা।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হোসেন আলী ফকির।তিনি দাবী করেন,

বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে ৩৫ শতক জমি নিয়ে জলিল, তাহের আলী, চান্দু, লিয়াকত, নাজিমুল সাথে আমার মামলা চলছে। গত ১৭ অক্টোবর ওই জমিতে ফজলুল, চান্দু, লিয়াকত, লতিফসহ ১০১ জন আসামী আমার ভোগ দখলীয় জমিতে জোর পূর্বক গাছ লাগার সময় আমরা তাদের বাধা দিতে গেলে তারা একজোট হয়ে লাঠি সোটা, রামদা ও দেশী অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালার চেষ্টা করলে, আমরা পালিয়ে রক্ষা পাই।

এর পর ওই দিন বিকেলে তারা আমাদের ৪ টি পরিবারের বাড়ি ভাংচুর করে। এসময় আমরা তাদের হাত থেকে বাঁচার জন্য পরিবার নিয়ে পালিয়ে যাই।বাড়িতে থাকা গরু-ছাগল, ধানসহ বাড়ির সকল মালামাল তারা নিয়ে যায়। তাদের বিরুদ্ধে গত ১০ নভেম্বর আদালতে মামলা করলে আসামীরা আবারও ক্ষিপ্ত হয়ে উঠে এবং মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে বলে বাড়িতে আসলে আমাদের মেরে ফেলা হবে। তাদের ভয়ে আমরা বাড়িতে ঢুকতে পারছিনা।

তিনি সংবাদ সম্মেলনে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

এবিষয়ে প্রতিপক্ষ চান্দু (দুলু) মুঠোফোনে ভাংচুর,লুটপাটের বিষয়টি অস্বীকার করেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন