রাজশাহী ব্যুরো : বিনম্র শ্রদ্ধা ও আনন্দ উৎসবের মধ্যদিয়ে রাজশাহীতে পালিত হলো মহান বিজয় দিবস। দিনের প্রথম প্রহরে রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১মিনিটে নগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এরপর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আক্তার জাহানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আ’লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মহানগর সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি ডাবলু সরকার, মীর ইকবাল, মাহাবুব জামান ভুলু, আহসানুল হক পিন্টু প্রমুখ। বিএনপির পক্ষ থেকে রাজশাহী কলেজ শহীদ মিনারে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সাথে ছিলেন নগর সেক্রেটারি অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, সাইদুর রহমান পিন্টু প্রমুখ। ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি। এ সময় চেম্বারের পরিচালকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে দিনভর ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছিল। মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে কুচকাওয়াজ, প্রীতি ফুটবল ম্যাচ, নগরীর বিভিন্ন স্থানে চলচিত্র প্রর্দশনী ও মহল্লায় মহল্লায় ছিল খেলাধুলার আয়োজন। রাসিক এর দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের নেতৃত্বে বের হয় র্যালি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন