সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শহীদ জুয়েল-মোশতাক স্মরণে বুলবুল -আকরামরা

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেশের ক্রিকেটে অবিস্মরণীয় নাম শহীদ জুয়েল ও শহীদ মোশতাক। স্বাধীনতা যুদ্ধের সময় এ দুই ক্রিকেটার শহীদ হয়েছেন। তাদের স্মরণেই প্রতিবছর বিজয় দিবসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করে প্রীতি ক্রিকেট ম্যাচের। যে ম্যাচে খেলে থাকেন দেশের সাবেক তারকা ক্রিকেটাররা। প্রতিবছরের ন্যায় এবারও বিজয় দিবসে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। গতকাল বিকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকরাম খানের নেতৃত্বে শহীদ মোশতাক একাদশ ৬ উইকেটে হারায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন শহীদ জুয়েল একাদশকে। টি-টুয়েন্টি এ ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৫ রান করে বুলবুলের দল শহীদ জুয়েল একাদশ। জবাবে আকরাম খানের শহীদ মোশতাক একাদশ ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। বিজয়ী দলের মিনহাজুল আবেদীন নান্নু ৪৮ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা নির্বাচিত হন।
টসে হেরে আগে ব্যাট করে শহীদ জুয়েল একাদশ। দলের হয়ে বুলবুল সর্বোচ্চ অপরাজিত ৩৬ রান করেন। মেহরাব হোসেন অপি ২৮, জহুরুল ইসলাম অপরাজিত ২৭ এবং শাহরিয়ার হোসেন বিদ্যুত ২৬ রান করেন। শহীদ মোস্তাক একাদশের সাইফুল ইসলাম, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ রফিক, নাঈমুর রহমান দুর্জয় ও সাইফুল্লা জেম একটি করে উইকেট পান। জয়ের জন্য ১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শহীদ মোশতাক চার বল হাতে রেখে তা তুলে নেয়। নান্নুর ৪৮ রান ছাড়াও দলের হয়ে দেশের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয় ৩৮ রান করেন। লিটন ১৪, রফিক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন করেন ১৪ করে। ১২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক আকরাম খান। শহীদ জুয়েল একাদশেরএনামুল হক মণি, বুলবুল ও নিয়ামুর রশিদ রাহুল একটি করে উইকেট শিকার করেন। আকরাম-নান্নুদের জয়ের আনন্দেই শেষ হয় শহীদ স্মরণে বিজয়ের উৎসবের ম্যাচটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন