বিনোদন ডেস্ক : অভিনেতা অপূর্ব ও অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর এবার ধারাবাহিকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। উর্মিলার অভিনয়ে জীবনের শুরুতে একটি ধারাবাহিকে অপূর্ব’র সঙ্গে প্রথম অভিনয় করার সুযোগ পেলেও সেই ধারাবাহিকটি প্রচারে আসেনি। তবে তারা দু’জন প্রথম ২০১২ সালে একটি খ- নাটকে অভিনয় করে বেশ আলোচনায় আসেন। এরপর বহু খ- নাটকে তারা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। এই সময়ে এসে তারা দু’জন দর্শকের ভালোলাগার জুটিতেও পরিণত হয়েছেন। যে কারণে নাট্যনির্মাতা সৈয়দ শাকিলের নির্দেশনায় তারা ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘সোনার শিকল’-এ অভিনয় করছেন। চলতি সপ্তাহেই রাজধানীর উত্তরায় ভিন্ন ভিন্ন শুটিং হাউজে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। চলবে চলতি মাসের শেষসপ্তাহ পর্যন্ত। এই ধারাবাহিকে অপূর্ব অভিনয় করছেন অর্ক চরিত্রে এবং উর্মিলা অভিনয় করছেন জুঁই চরিত্রে। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এককথায় ধারাবাহিকটির গল্প খুবই চমৎকার। নাটকটির গল্প অহেতুক টেনে লম্বা করা হয়নি। কাজটি করেও খুব ভালোলাগছে। নাটকটি প্রচার শুরুর পর যারা নিয়মিত নাটকটি দেখবেন তাদের অনেক ভালোলাগবে এটা আমি বলতে পারি। উর্মিলা এই সময়ে অনেক ভালো করছে। তারমধ্যে ভালো করার চেষ্টা রয়েছে।’ উর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘আমি এখন পর্যন্ত যতজন সহশিল্পীর বিপরীতে কাজ করেছি তারমধ্যে সবচেয়ে বেশি সিরিয়াস অভিনেতা অপূর্ব ভাইয়া। তার সম্পর্কে বলার মতো তেমন অভিনেত্রী হয়তো আমি নই। কিন্তু তারপরও বলতে ইচ্ছে করে যে শুরু থেকেই তিনি আমাকে সবসময়ই সহযোগিতা করে আসছেন। তার সঙ্গে কাজ করাটা আমি দারুণভাবে উপভোগ করি। পরিচালক সৈয়দ শাকিল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ আমি যে, তিনি আমাকে খুব ভালো একটি কাজ করার সুযোগ করে দিয়েছেন।’ সৈয়দ শাকিল জানান, শিগগিরই ‘সোনার শিকল’ ধারাবাহিকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এতে আরো অভিনয় করছেন আবুল হায়াত, সাবেরী আলম, শাহাদাৎ হোসেন, বাঁধন, ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, ¯িœগ্ধা শ্রাবণ’সহ আরো অনেকে।
ছবি : অপূর্ব-উর্মিলা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন