শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ছোট পর্দায় জুলিয়া রবার্টস

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সীমিত পর্বের একটি টিভি সিরিজে অভিনয়ের জন্য অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস সায় দিয়েছেন। মারিয়া সেম্পলের ‘টুডে উইল বি ডিফরেন্ট’ উপন্যাস অবলম্বনে এই মিনি-সিরিজটি নির্মিত হবে। এটি হবে রবার্টসের প্রথম টিভি অভিনয়।
মেগান এলিসনের অন্নপূর্ণা পিকচার্স এটি প্রযোজনা করবে।
জুলিয়া রবার্টস এই কাহিনীতে এলেনর ফ্লাড নামে এক অগোছালো নারীর ভূমিকায় অভিনয় করবেন যে তার জীবনের একটি দিন অন্তত গুছিয়ে এবং সবচেয়ে ভালোভাবে কাটবার সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎ করে পরিস্থিতি বদলে নতুন সম্ভাবনা দেখা দিলে সে তার পরিকল্পনা বাতিল করে।
সেম্পল বলেন, “এলেনর ফ্লাডকে জুলিয়া রবার্টস প্রাণ দেবেন জেনে আমি আনন্দিত। এছাড়া আমি অন্নপূর্ণায় মেগান এলিসন, স্যু নেগল আর তাদের সঙ্গীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েও প্রীত। এটি একটি রোমাঞ্চকর যাত্রা হবে বলে আমার বিশ্বাস।”
জুলিয়া রবার্টস নিজেই রেড ওম ফিল্মসের ব্যানারে সিরিজটি প্রযোজনা করবেন। সেম্পল চিত্রনাট্য লিখবেন। এলিসন আর এইচবিও’র নেগল নির্বাহী প্রযোজনা করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন