শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বীমা কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছে

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম


কর্পোরেট ডেস্ক : গত বছর সামগ্রিকভাবে বেসরকারি বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয় এর আগের বছরের চেয়ে বেড়েছে। পাশাপাশি তাদের সম্পদ ও বিনিয়োগ বেড়েছে। বৃহস্পতিবার ঢাকা ক্লাবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য দেয়া হয়। বিআইএর ভাইস প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু সভা পরিচালনা করেন। সভায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ মকবুল হোসেন, মেঘনা লাইফের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা নাসির এ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালে জীবনবীমা খাতে বেসরকারি বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয় হয়েছে ৭ হাজার ৩৩০ কোটি টাকা, যা ২০১৪ সালে ছিল ৭ হাজার ৭৮ কোটি টাকা। ২০১৪ সালের বিনিয়োগ ছিল ২২ হাজার ১৫৬ কোটি টাকা। ২০১৫ সালে তা দাঁড়ায় ২৩ হাজার ৯৫৪ কোটি টাকা। সাধারণ বীমাখাতে বেসরকারি বীমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম আয়ের পরিমাণ ২০১৪ সালে ছিল ২ হাজার ২৬৮ কোটি টাকা, যা ২০১৫ সালে দাঁড়ায় ২ হাজার ৪১৪ কোটি টাকা। বেসরকারি সাধারণ বীমাখাতে ২০১৪ সালের বিনিয়োগ ৩ হাজার ১ কোটি টাকা থেকে ২০১৫ সালে ৩ হাজার ২১৬ কোটি টাকা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন