মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার ফেঁসেছেন রোনালদো?

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ট্যাক্স ফাঁকির অভিযোগে ইতোমধ্যে দÐিত হয়েছেন লিওনেল মেসি। অবস্থাকূলে মনে হচ্ছে নেইমারও ফেঁসে যেতে পারেন একই অভিযোগে। একই অভিযোগের তীর এবার রিয়াল মাদ্রিদদের পর্তুগজি তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। ফুটবলের হাড়ির খবর ফাঁসকারী বিশ্বখ্যাত ওয়েবসাইট ফুটবল লিকস-এর বরাত দিয়ে ইউরোপের শীর্ষ সংবাদপত্রগুলো পরশু জানায় এমন খবর। খবরে বলা হয় ‘ট্যাক্স দেওয়ার ভয়ে সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভারজিন আইল্যান্ডে ১৫০ মিলিয়ন ইউরো লুকিয়ে রেখেছেন রোনালদো।’
ফুটবল লিকস-এর এই এই তথ্য সরবরাহ করা হয় ইউরোপের ১২টি শীর্ষ পত্রিকাকে। একই সাথে ফাঁসানো হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ কোচ হোসে মরিনহোকেও। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ মরিনহো ফাঁসতে পারেন কয়েক মিলিয়ন ইউরো কর ফাঁকি ও মানি লন্ডারিংয়ে। পত্রিকাগুলো জানিয়েছে, আগামী তিন সপ্তাহর মধ্যে অনুসন্ধানের তথ্যপ্রমাণ বিস্তারিত জানানো হবে। বলা হয়েছে রোনালদো ও মরিনহো ট্যাক্স ফাঁকির এই সুবিধা নেন তাদের এজেন্ট জর্জ মেন্ডেসের মাধ্যমে। রোনালদো নিজেও বলেন তিনি এই সুবিধা নিয়েছেন তার এজেন্ট মেন্ডেসের মাধ্যমে ‘বিশেষ এক প্রক্রিয়ায়’। তবে মেন্ডেসের কোম্পানি থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয় ‘রোনালদো ও মরিনহো স্প্যানিশ ও ব্রিটিশ নিয়মের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল।’
খবরে আরো বলা হয়, ইতালিয়ান ছয় শীর্ষ ক্লাব জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলান, রোমা, নাপোলি ও তরিনো কর ফাঁকির সাথে জড়িত থাকতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন