কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পাঠ করা হয়েছে ইমাম শাফেয়ির বিখ্যাত কবিতা ‘আইনুর রিদা ‘ অর্থাৎ ‘তুষ্ট চোখ’। এর মাধ্যমে কাতার পরোক্ষভাবে আরব বিশ্বে শান্তি ও সাম্য চেয়ে বার্তা দিয়েছে পশ্চিমা বিশ্বকে। কবিতাটি পাঠ করেছেন আরব বিশ্বের বিখ্যাত কবি ফিলিস্তিনের তামিম আল বারগুছি।
বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে গলায় ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক 'কুফিয়্যা' জড়িয়ে তামিম আল বারগুছি আবৃত্তি করেন-
'যারে দেখতে পারি, তার সবই ভাল
যারে দেখতে না পারি, তার চলন বাঁকা
যদি তুচ্ছ কর, তবে সেটাই পাবে
যে যেমন, ভাল- তারে তেমনি দেখা।'
কবিতায় তামিম যেন বলতে চান, আরব বিশ্ব এই খেলাধুলার আয়োজন কেন করল? কারণ, গোটা আরব বিশ্ব চায় শান্তি, সাম্য, ন্যায় ও মানবতা। ৯০ মিনিটের ফুটবল খেলায় যেমন দুই দলেরই সমান সুযোগ থাকে, দুই দলই যেমন ন্যায় ও সাম্যের ভিত্তিতে খেলায় অংশ নিতে পারে, বাস্তব দুনিয়ায়ও তেমনই ন্যায় ও সাম্য চায় মানুষ।সূত্র : আরবি পোস্ট ও অন্যান্য
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন