বিনোদন ডেস্ক : বিশ^ ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার গল্প নিয়ে দুইটি টেলিফিল্মে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। টেলিফিল্ম দুইটির শূটিং করার জন্য এখন তিনি সিলেটের শ্রীমঙ্গলে রয়েছেন। সেখান থেকে তিনি জানান, মানুষের ভালবাসা চিরন্তন। ভালবাসাই মানুষকে তার মনুষত্বের মধ্যে রেখেছে। ভালবাসাই একে অপরকে কাছে নিয়ে আসে। জীবন সুন্দর করে তোলে। এর ঘাটতি হলেই বিশৃঙ্খলা দেখা দেয়। এমন কিছু মেসেজ নিয়ে টেলিফিল্ম দুটি নির্মিত হচ্ছে। আশা করছি দর্শক টেলিফিল্ম দুটি উপভোগ করছেন। টেলিফিল্ম দুটি হলো শূন্যতা এবং ভালোবাসা, ভালোবাসার দুই ভূবন। বরজাহান হোসেন-এর রচনা এবং ফরিদুল হাসানের পরিচালনায় টিলিফিল্ম দুইটি নির্মিত হচ্ছে। এতে আরো অভিনয় করেছেন-নীরব, অহনা, কাজী উজ্জ্বল, বিথী রানী সরকার, কেয়া, উচ্ছ্বাস প্রমুখ। বিশ্ব ভালবাসা দিবসে দুইটি চ্যানেলে টেলিফিল্ম দুটি প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন