শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এক বছর পর বিজ্ঞাপনে উর্মিলা

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: এক বছর পর আবারো বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করলেন উর্মিলা শ্রাবন্তী কর। একটি বহুজাতিক কোম্পানীর মাইক্রো ওভেনের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। গত ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরীতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। উর্মিলা বলেন, ‘নতুন বিজ্ঞাপনটিতে কাজ করে ভীষণ ভালো লেগেছে। কনসেপ্ট আমার কাছে একেবারেই নতুন মনে হয়েছে। অনেক কষ্ট করে কাজটি করেছি। আমি খুবই আশাবাদী কাজটি নিয়ে।’ শীঘ্রই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে গত বছর উর্মিলা সর্বশেষ একটি সরিষার তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। উর্মিলা প্রথম বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন পিপলুর নির্দেশনায় ‘সিটিসেল জুম আলট্রা’র বিজ্ঞাপনে। এরপর আরো বহু বিজ্ঞাপনে তিনি মডেল হিসেবে কাজ করেছেন। এদিকে পাঁচটি ধারাবাহিক নাটকে কাজ করছেন উর্মিলা। ধারাবাহিকগুলো হচ্ছে সৈয়দ শাকিলের ‘সোনার শেকল’, নজরুল ইসলাম রাজুর ‘সানফ্লাওয়ার’, এজাজ মুন্নার ‘আস্থা’ ও ‘বেটার হাফ’ এবং সাখাওয়াতের ‘মেঘে ঢাকা শহর’। প্রতিটি নাটকেই তিনি ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন। ‘সানফ্লাওয়ার’ এবং ‘আস্থা’ ধারাবাহিক নিয়মিতভাবে এনটিভিতে প্রচার হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nizam.uddin ২৩ ডিসেম্বর, ২০১৬, ৯:৪৩ পিএম says : 0
আমি।আমার।মাবাবাকে।খুব।ভাল।বাসি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন