মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সাইবার ক্রাইমের উপর দেশের প্রথম চলচ্চিত্র মুখোশ মানুষ

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে থ্রিলার ধর্মী সিনেমা ‘মুখোশ মানুষ’। সিনেমাটির ট্রেইলর প্রকাশের পর আলোচিত এ চলচ্চিত্রটি মুক্তির আগেই দর্শকের আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। নানা এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক লাখবার দেখা হয়েছে সিনেমাটির ট্রেইলর। ডিজি মোশন পিকচার্সের ব্যানারে সাইবার ক্রাইম উপর দেশে প্রথম নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল। নওশীন, হিল্লোল, কল্যাণ অভিনীত এ সিনেমার গল্প গড়ে উঠেছে সাইবার ক্রাইমের শিকার এক নারীর কাহিনী নিয়ে। সিনেমাটির মুক্তি উপলক্ষে ‘স্টপ সাইবার ক্রাইম’ স্লোগান নিয়ে এখন দেশব্যাপী জোর প্রচারণা চলছে। প্রযোজক, পরিচালক, কলাকুশলী সবাই ব্যস্ত সময় পার করছেন প্রচারণার কাজে। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হওয়া ‘মুখোশ মানুষ’ অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে গত ১৮ সেপ্টেম্বর সেন্সর সনদপত্র লাভ করে। সিমোটির পলি সাউন্ড, কালার গ্রেডিং, সাউন্ড মিক্সিংয়ের কাজ সম্পন্ন হয়েছে ভারতে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়- সিনেমাটি মূলত এন্টি সাইবার ক্রাইম সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধিকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। সাইবার ক্রাইম সম্পর্কে তরুণ সমাজকে সচেতন করা। মুখোশ মানুষের কাহিনী ও সংলাপ লিখেছেন আহাদুর রহমান। প্রোডাকশন ডিজাইন সাম্য সবুর। চলচ্চিত্রটির বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন, মাহমুদুল ইসলাম মিঠু, প্রসূন আজাদ, লামিয়া মিমো ও রাইজা রশিদ। আবহ সংগীত প্রত্যয় খান। সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ, আহমেদ হুমায়ন, আপেল মাহমুদ ও বিবেক। কণ্ঠ দিয়েছেন সুকন্যা মজুমদার, আঁচল, আরিফ, সৌরিন। থ্রিলারধর্মী ভিন্ন ধারার এ সিনেমার মাধ্যমে দর্শক নতুনত্বের স্বাদ পাবেন বলে আশা প্রকাশ করছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন