এক যুগ আগে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রথম ‘ইন্ডিয়ান আইডল’ রিয়েলিটি শোয়ের তিন বিচারক আনু মালিক, ফারাহ খান এবং সোনি নিগম শোটির নবম মৌসুমে আবার এক হচ্ছেন। বলার অপেক্ষা রাখে না দর্শকরা এবার যেমন শ্রেষ্ঠ প্রতিভাদের দেখবে তেমনি তিন বিচারকরে বিজ্ঞ মূল্যায়নও প্রত্যক্ষ করবে।
তাদের অতুলনীয় কেমিস্ট্রি, স্বকীয় মতামত আর স্বতন্ত্র ব্যক্তিত্ব আবার দর্শকদের সামনে হাজির হবে সপ্তাহান্তের এই সঙ্গীতভিত্তিক রিয়েলিটি শোকে উপলক্ষ করে। এবার অংশগ্রহণকারীদের কণ্ঠ প্রতিভা, তাদের অনুশীলন আর তাদের পারফরমেন্সের ওপর সামগ্রিক গুরুত্ব দেয়া হবে বলে নির্মাতারা জানিয়েছে।
এবারের অনুষ্ঠানে যারা সুরের মূর্ছনায় দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবেন তার মধ্যে আছেন দক্ষিণ ভারতের এল ভি রেবন্থের মতো শিল্পী যিনি এরই মধ্যে ‘বাহুবলী’ চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। আছেন মুখতাসার, পাঞ্জাবের খুদা বক্শ যার সম্পর্কে আনু বলেছেন, “খোদা তাকে ‘ইন্ডিয়ান আইডল’ অনুষ্ঠানে পাঠিয়েছেন”। আরও আছেন মোহিত চোপড়া।
‘ইন্ডিয়ান আইডল’ গতকাল শনিবার শুরু হয়েছে। এটি সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শনিবার আর রবিবার প্রচারিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন