শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রথম ম্যাচে নিশ্চিত নন মুস্তাফিজ

সৌম্যতে সস্তুষ্ট সামারাবিরা

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ৫ মাস পর ক্রিকেটে ফিরে গত ২২ ডিসেম্বর ওয়েঙ্গেরিতে অনুশীলন ম্যাচে ২ স্পেলে ৭ ওভার বল করে চেনা রূপেই ফিরেছেন আইসিসি’র বর্ষসেরা উদীয়মান মুস্তাফিজুর রহমান। ওই অনুশীলন ম্যাচে ২ উইকেট পেয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের শুরু থেকেই ফেরার আভাস দিয়েছেন মুস্তাফিজুর। সেরা অস্ত্রকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে রন প্রস্তুতিও নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে গত আগস্টে লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাঁধের টেলিস্কোপ সার্জারির পর কাধেঁর ব্যাথাটা এখনো পুরোপুরি সারেনি। লম্বা থ্রো করতে কিছুটা সমস্যা হচ্ছে। একটি অনলাইনকে দেয়া সাক্ষাতকারে মুস্তাফিজুর নিজেই তা উল্লেখ করেছেনÑ ‘এমনিতে সব ভালো যাচ্ছে। অল্প ব্যথা আছে, তবে কাঁধে নয়, শরীরের এক পাশে। ফিজিও বলছে ওটা থাকবেই। আরও বেশ কিছু দিন এভাবেই যাবে। কোচ-অধিনায়ক, সবাই যদি চায়, তাহলে খেলব প্রথম ম্যাচে।’
দলের সেরা অস্ত্রকে সারাক্ষণ ছায়ার মতো নজরে রাখছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তাকে নিয়ে গতকাল আলাদাভাবে অনুশীলন করিয়েছেন এই উইন্ডিজ লিজেন্ডারি। তবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুস্তাফিজুরের খেলার নিশ্চয়তা এক্ষুনি দিতে চাচ্ছেন না ওয়ালশÑ‘হালকা ব্যথা আছে। আছে জড়তা। এতদিন পর ক্রিকেটে ফিরলে এমনটা হতেই পারে। তবে সঠিক পথেই আছে মুস্তাফিজুর। ওর অগ্রগতিটা ভালভাবেই নজরে আছে। প্রথম ম্যাচে সে খেলবে কি না, তা জানি না। আগামীকাল (আজ) ওর অবস্থা দেখে সিদ্ধান্ত নিব। তবে আজ (গতকাল) নেটে বোলিংয়ের সময়ে ওর কোন অস্তস্তি ভাব চোখে পড়েনি। তাই আমরা আশাবাদি।’
এদিকে গত ২২ ডিসেম্বর অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ছন্দে ফেরা ইনিংসে ৪৭ বলে ৪০ রানে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ সামারাবীরাকে সন্তুষ্ট করতে পেরেছেন সৌম্য সরকার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জুড়ে ড্রেসিং রুমে কাটানো সৌম্য বিপিএলেও রানে ফিরতে পারেননি। এই হতাশা কাটিয়ে ছন্দ ফিরে পেয়েছেন এই বাঁ হাতি টপ অর্ডার, তাতেই স্বস্তির নিশ্বাস ফেলছেন সামারাবীরা। ইমরুল কায়েসকে ছন্দে ফিরিয়ে আনতে দিয়েছেন দাওয়াই। সেই দাওয়াইয়ে কাজ হয়েছে। সৌম্য’কে নিয়েও করেছেন কাজ। দুঃসময়ে কোচিং স্টাফ পাশে ছিল বলেই সৌম্য এভাবে ফিরতে পেরেছেন বলে মনে করছেন এই বিশেষজ্ঞ ব্যাটিং কোচ। গতকাল একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাতকারে জানিয়েছেন তাÑ ‘খারাপ সময় সব ব্যাটসম্যানেরই আসে। শচিন, সাঙ্গাকারাও বাজে সময় কাটিয়ে ফিরেছে ভালভাবে। এই সময়ে জরুরি হলো কোচিং স্টাফের সমর্থন। এখন সে খুব ভালো হিট করেছে। অস্ট্রেলিয়া এবং এখানে অনুশীলন বেশ ভালো করছে। আশা করছি এই সফরেই সে ভালো করবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন