বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফের শুরু জেবি বিপিএল

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : পাঁচদিন বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (জেবি বিপিএল)। লিগের ২১তম রাউন্ডে আজ বিকাল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আরামবাগ ক্রীড়া সংঘ। সন্ধ্যা পৌঁনে ৬টায় একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এই রাউন্ডের উদ্বোধনী দিন অংশগ্রহণকারী চার দলের কেউই নেই শিরোপার লড়াইয়ে। তাই একমাত্র মোহামেডান ছাড়া ম্যাচের জয়-পরাজয়ে বাকি তিন দলের তেমন কিছু আসবে যাবে না। শুধু পয়েন্ট টেবিলের অবস্থানেই তাদের হেরফের ঘটবে। কিন্তু মোহামেডানের জন্য আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। রেলিগেশন শঙ্কা কাটাতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই মতিঝিলের দলটির। এখন পর্যন্ত এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। ২০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। ঢাকার পেছনেই রয়েছে চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ম্যাচ তারা ৪৩ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছে। ৩০ পয়েন্ট পেয়ে শেখ জামালের অবস্থান তৃতীয়স্থানে। আজ মোহামেডানকে হারাতে পারলে তৃতীয়স্থান নিশ্চিত হবে লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। শেখ জামালের পরের অবস্থানে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ২৯ পয়েন্ট। ব্রাদার্স (২৭ পয়েন্ট) ও রহমতগঞ্জ (২৭ পয়েন্ট) সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রাদার্সের অবস্থান পঞ্চম। ২৪ পয়েন্ট নিয়ে শেখ রাসেল রয়েছে সপ্তমস্থানে। ২১তম রাউন্ডে যেখানে শেখ জামালের শীর্ষ তিনে থাকার হাতছানি, সেখানে মোহামেডানের রেলিগেশন থেকে বাঁচার লড়াই। এবারের লিগে খুব করুণ দশা মোহামেডানের। ম্যাচের পর ম্যাচ ড্র এবং হারে ২০ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১৮ পয়েন্ট। তালিকার দশমস্থানে রয়েছে তারা। তাদের আগের অবস্থানে আছে আরামবাগ অষ্টম (২৩ পয়েন্ট) ও টিম বিজেএমসি নবমস্থানে (২১ পয়েন্ট)। মোহামেডানের পরের অবস্থানে আছে উত্তর বারিধারা (১৭ পয়েন্ট) এবং সকার ক্লাব ফেনী (১৫ পয়েন্ট)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন