বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ডদল ‘নোভা’র প্রধান ভোকালিস্ট ছিলেন শাকিল খান। তার কণ্ঠে ‘নোভা’র প্রথম অ্যালবাম ‘আহŸান’-এর বহু শ্রোতাপ্রিয় গান ছিলো। ‘সজনী সাঝেরও তারা হয়ে আমার আকাশে এলে’, ‘দ্যুতি আমার ভালোলাগা একটুখানি’ এবং ‘রাখাল ছেলে রাখাল ছেলে একটু দাঁড়াও’ নব্বই দশকের শুরুতে শ্রোতাদের মাঝে এ গানগুলো বেশ আলোড়ন সৃষ্টি করেছিলো। এরপর এ দলের হয়ে শাকিল দেশের বিভিন্ন এলাকায় মঞ্চে গান করেছেন, শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন। ১৯৯১ সালেই সর্বশেষ তিনি মঞ্চে গান গেয়েছেন। এরপর শুরু হয় তার চাকরী জীবন। গানের ভুবনে আর ফেরা হয়ে উঠেনি। ঘরোয়া পরিবেশে মাঝে মধ্যে বিশেষ অনুরোধে তাকে গান গাইতে হতো। তবে এবার নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তিনি। ২৫ বছর পর শাকিল খান তিনটি গান নিয়ে একটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। অ্যালবামের নাম ‘...বছর পর’। যেহেতু ২৫ বছর পর শাকিল তার নতুন গান নিয়ে আসছেন তারই ভক্ত শ্রোতাসহ এই প্রজন্মের শ্রোতাদের জন্য, অ্যালবামের নাম দিয়েছেন ‘...বছর পর’। অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। অ্যালবামের তিনটি গানই লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী। গানগুলো হচ্ছে ‘হাজার বছর পর এলে’, ‘আমি জানতাম’ এবং ‘ভুলে গেছো তুমি’। ‘হাজার বছর পর’ সুর করেছেন পিলু খান, সঙ্গীতায়োজন করেছেন গোলাম রাব্বি সোহাগ। ‘আমি জানতাম’ সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমণ কল্যাণ এবং ‘ভুলে গেছো তুমি’ সুর করেছেন শাকিলেরই সহকর্মী আলাউদ্দিন মাহমুদ সামীর এবং সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। বাবা মোঃ নূরুজ্জামানের কাছেই ছোটবেলায় শাকিল খানের গানে হাতেখড়ি। বাবাকেই শাকিল তার অ্যালবামটি উৎসর্গ করেছেন। গানে ফিরে আসা প্রসঙ্গে শাকিল খান বলেন, ‘আমার ভাই সিপার খান, বোন জাকিয়া খান চন্দনাও গানের সাথে সম্পৃক্ত। ছোটবেলা থেকেই সংস্কৃতি পরিবারে আমার বেড়ে উঠা। আর আমার মা ফাতেমা আনোয়ারাই আমার গানের বড় অনুপ্রেরণা। আমি মেলোডি ঘরানার গান পছন্দ করি। তাই নতুন করে এই ধরনের গানই গেয়েছি। আমাকে যারা আবারো গানে ফেরার ব্যাপারে অনুপ্রেরণা যুগিয়েছেন বারবার তাদের প্রতি বিশেষ করে সুমন কল্যাণের প্রতি আমি কৃতজ্ঞ। আশাকরি আমার গানগুলো ভালোলাগবে সবার।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন